Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Reaching Every Mother and Newborn (REMN) কর্মসূচি উদ্বোধন
Details
আজ ২রা আগস্ট, রোজ বুধবার|

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার যৌথ উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলায় উদ্বোধন করা হলো Reaching Every Mother and Newborn (REMN) কর্মসূচি। 

নারান্দী ইউনিয়নের আমলিতলা কমিউনিটি ক্লিনিক এবং নারান্দী হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এ REMN কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হয়। সমগ্র বাংলাদেশের মোট দশটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে REMN চালু হয় এবং তারই ধারাবাহিকতায় আজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচটি ইউনিয়নে কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম তারেক আনাম; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া ডাঃ মোঃ নূর-এ-আলম খান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা জনাব নাজমুল আনোয়ার অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী শাহরিয়ার এবং ইউনিসেফ বাংলাদেশের এম এন সি এ এইচ কনসালটেন্ট ডাঃ মাহফিনা হক সহ এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ।

শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যু প্রতিরোধের দৃঢ় প্রত্যয় লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রকল্পের যাত্রা শুরু হল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ REMN প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত সকলের সামনে তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
Attachments
Publish Date
02/08/2023
Archieve Date
02/08/2023